ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
  • ভর্তি ফর্ম

    ভর্তি ফর্ম ডাউনলোড করার জন্য নিচের বাটন টি ক্লিক করুন।

  • ফলাফল

    প্রাতিষ্ঠানিক ফলাফল জানতে নিচের বাটন টি ক্লিক করুন।

  • কৃতি শিক্ষার্থী

    কৃতি শিক্ষার্থীদের তথ্য জানতে নিচের বাটন টি ক্লিক করুন।

  • নিয়োগ বিজ্ঞপ্তি

    নিয়োগ সম্পর্কিত তথ্য জানতে নিচের বাটন টি ক্লিক করুন।

জাতীয় সংগীত

বিজ্ঞপ্তি

সংক্ষিপ্ত ইতিহাস

আমাদের এলাকাটি ছিল জমিদার অধ্যুষিত এবং তাদের হুকুম ছাড়া এলাকার মানুষ অনেক কিছুই করতে পারে নাই, তখন ব্রিটিশ আমল। জনসাধারণের জন্য আইনও ছিল বৈষম্যমূলক এবং পাকিস্তানি প্রশাসনও ছিল অনেকটা সেই রকম। আইনের বিধি নিষেধের খড়গ হস্ত সবসময় থাকিতো বাঙালিদের বিরুদ্ধে। পূর্ব পাকিস্তানের জনগণ লেখাপড়া করে বা বাঙালি জনগণ শিক্ষিত হোক, তাহা পাকিস্তান সরকার ভালো চোখেদেখে নাই। সবারই মনের চাহিদা ছিল,যদি একটি হাইস্কুল হইতো। ঠিক সেই সময় ১৯৬৪ ইং সালে ক্ষণজন্মা পুরুষ,অসীম সাহসী ও শিক্ষানুরাগী মর্তুজাবাদ গ্রাম নিবাসী জনাব মোঃ সানাউল্লাহ্ ভূঁইয়া(ওরফে সোনা মিয়অ ভুঁইয়া সাহেব ভুলতা বাজারের সমবয়সী কয়েকজন ব্যবসায়ী বন্ধু-বান্ধব নিয়া পরামর্শ করিয়া ভুলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম অস্থায়ী জুনিয়র উচ্চ বিদ্যালয় প্রতি

বিস্তারিত

সভাপতির বক্তব্য

স্নেহের ছাত্র-ছাত্রী ও সুপ্রিয় অভিভাবকবৃন্দ, স্থান ভেদে আমার স্নেহ, শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন। আপনাদের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি। একটি দেশ ও জাতি সুন্দর ও সুস্বাস্থ্যের অধিকারী হয় তখন, যখন সে জাতি সচেতন হয়ে উঠে। আর সচেতন হতে প্রয়োজন আত্মশুদ্ধিমূলক সুশিক্ষা। নতুন করে ভাবতে হবে আমাদের, সুশিক্ষাই জাতির মেরুদন্ড। আধুনিক সমাজ তথা আধুনিক পৃথিবীতে সন্তানকে সুযোগ্য করে গড়ে তোলা প্রত্যেক মা-বাবার কাছে বড় চ্যালেঞ্জ। এজন্য সর্বাগ্রে প্রয়োজন একটি বিচক্ষন ও দূরদর্শি সিদ্ধান্ত। সিদ্ধান্তটি হলো সন্তানকে কীভাবে এবং কোথায় ভর্তি করব। এ জন্য খুঁজতে হয় একটি মনোরম পরিবেশের বস্তুনিষ্ঠ গুণমানের শিক্ষাপ্রতিষ্ঠান। “ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ)” প্রকৃতপক্ষে তেমনই ঐতিহ্যবাহী ও গৌরবোজ্জ্বল বিদ্যাপীঠ। আমাদের বাস্তাবানুগ পরিচালনা ও সম্মানিত শিক্ষক/প্রভাষকমন্ডলীর, উদ্যমী, মেধাবী ও পরিশ্রমী কার্যপ্রণালীর মাধ্যমে এ প্রতিষ্ঠান একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে এসে ইতোমধ্যে উপনীত হয়েছে। সচেতন অভিভাবক মহল ও একালাবাসির সার্বিক সহযোগিতা নিয়ে “ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ)” একটি সময়োপযোগী ও প্রগতিশীল শিক্ষাপ্রতিষ্ঠান তথা রাজউক উত্তরা মডেল কলেজ ও ভিকারুন্নেসার মতো একটি অনুকরণীয় ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার যাবতীয় কার্যক্রম হাতে নিয়েছি। প্রতিষ্ঠান প্রশাসনের উন্নত তথা আধুনিক ব্যবস্থাপনা ইতোমধ্যে এলাকাবাসির দৃষ্টি আকর্ষণ করেছে। এধারা আরো উন্নত থেকে উন্নততর করার সার্ভিক প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ্। অচিরেই “ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ)” একটি পরিপূর্ণ, নির্ভরশীল ও যথাযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বগর্বে আত্মপ্রকাশ করবে বলে আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। দূরের যানজট এড়িয়ে আমাদের সন্তানরা নিজস্ব পরিবেশে বৈশ্বিক পরিমন্ডলের ছায়ায় যথার্থরূপে প্রস্তুত হবে সোনালি সম্ভাবনাময় আগামির সুশীল সচেতন কর্ণধার হিসেবে। এ বিশাল আনন্দের কর্মযজ্ঞে আপনাদের পরামর্শ ও আন্তরিক সহযোগিতা কামরা করছি। কোমলমতি শিক্ষার্থীদের বলব, তোমরা উন্নত জীবনের, উন্নত জাতির, উন্নত দেশের এবং উন্নত পৃথিবীর স্বপ্ন সামনে রেখে নিষ্ঠার সাথে পড়াশোনা করবে। মনে রাখতে হবে কেউ তোমাকে পৌঁছে দেবে না, হেটে হেটে পৌঁছাতে হবে তোমাকেই, আমরা তোমাদের সঠিক পথে, সঠিকভাবে এগিয়ে যাওয়ার পথে যাবতীয় সহায়তা করবো। সকলের মঙ্গল কামনায় শেষ করছি। জয় হোক বিশ্ব-মানবতার-আমিন।

অধ্যক্ষের বাণী

প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, সকলকে জানাই, স্নেহ, ভালবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ তায়ালার দরবারে সকলের সুস্থ্য-সুন্দর জীবন কামনা করছি। এই সুস্থ্য-সুন্দর জীবন গড়তে সময়োপযোগী সচেতনতা ও সঠিক শিক্ষার বিকল্প নেই। এজন্য দরকার দূরদৃষ্টিসম্পন্ন বিচক্ষনতা এবং কঠোর পরিশ্রম। শুধু পরিশ্রম নয়, আমি বলছি কঠোর পরিশ্রম। এসবের সমন্বয়েই গড়ে ওঠে একজন সফল ব্যক্তি,একটি সফল পরিবার, জাতি তথা একটি সফল দেশ। আর এই সফলতার সর্বস্তরে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান কাজ করে মাতৃগর্ভে সন্তানের মাতৃনাড়ির মতো। ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঐহিত্যবাহী গাউছিয়া মার্কেটের পাশে শান্ত ও মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত স্বনামধন্য “ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ)" তেমনই একটি শিক্ষাপ্রতিষ্ঠান।প্রতিষ্ঠানটি আজকের অবস্থানে আসার পেছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস ।এলাকাবাসির মহান ত্যাগের বিভিন্ন স্তর পেরিয়ে ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠান। আশেপাশের অঞ্চলের সাথে যাতায়াতের সুব্যবস্থা প্রতিষ্ঠানটিকে আরো ইতিবাচক মাত্রা দান করেছে। ২০১০ সালে দায়িত্ব গ্রহণের পর মাননীয় মন্ত্রী মহোদয়ের বস্তুনিষ্ঠ দিক নির্দেশনায় দ্রুততম সময়ের মধ্যে অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নের ধারা উত্তরোত্তর বৃদ্ধি করে চলেছি। JSC,SSC,HSC কেন্দ্র প্রতিষ্ঠা করেছি।ধারাবাহিক সাফল্যের প্রবাহে স্কুলের সাথে সাথে ২০১০-২০১১ সাল থেকে কলেজ শাখায় মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা খোলার মাধ্যমে কার্যক্রম শুরু হয়।২০২২ সালে সরকার কর্তৃক কলেজ শাখা এমপিও ভুক্ত হয়েছে । বিগত PEC, JSC, SSC ও HSC পরীক্ষার ফলাফল সন্তোষজনক। ২০১০ সাল থেকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) এর মাননীয় সংসদ সদস্য জনাব গোলাম দস্তগীর গাজী, (বীরপ্রতীক) মহোদয়ের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটির মান মর্যাদা ও শ্রীবৃদ্ধি হয়েছে। ২০১৬ সাল থেকে মাননীয় এম.পি মহোদয়ের সুযোগ্য পুত্র, গাজী গ্রুপের পরিচালক, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পরিচালক, যমুনা ব্যাংকের চেয়ারম্যান, প্রকৌশলী ও রূপগঞ্জের আশার প্রদীপ জনাব গাজী গোলাম মর্তুজা পাপ্পা সাহেব, গভর্ণিংবডির সভাপতির দায়িত্ব পালন করে চলেছেন।বিজ্ঞ পরিচালনা পরিষদ,প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতায় ও মহান আল্লাহ তায়ালার করুণায় ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বপ্নের সুনাগরিক উপহার দেবে বলে আমি বিশ্বাস করি।আমিন।

একাডেমিক কাউন্সিল

ভিডিও

শিক্ষক পরিচিতি

  • ১৫ টি : ২০ টি

    মোট শ্রেণী : মোট শাখা

  • ৫০ টি

    শ্রেণীকক্ষ

  • ৮৪৯৪২০ বর্গ ফুট

    মোট আয়তন

  • ৭৪ জন

    শিক্ষক-শিক্ষিকা

গুরুত্বপূর্ণ লিঙ্ক ও সেবাসমূহ