ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

জনাব গোলাম দস্তগীর গাজী,বীরপ্রতীক

রূপগঞ্জের মাটি  মানুষের নেতানারায়ণগঞ্জ-১ আসনের

মাননীয় সাংসদ,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পাট ও বস্ত্র মন্ত্রী

জনাব গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীকমহোদয়ের

অভিব্যক্তি,

স্নেহের শিক্ষার্থীরাসুপ্রিয় অভিভাবক  এলাকাবাসি,

স্থানভেদে আমার স্নেহভালবাসাশুভেচ্ছা  সালাম গ্রহণ করুন। শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি যত শিক্ষিত,সে জাতি তত
বেশি উন্নত। শিক্ষিত জাতিই দেশকে বিশ্বসভায় সাফল্যময় প্রতিনিধিত্ব করে। তাছাড়া সুখি-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে হলে
শিক্ষার বিকল্প নেই। বিশ্বের বিভিন্ন দেশ ও পরিবেশ পরিভ্রমন করে আমি অনুধাবন করেছি যে দেশে উন্নত শিক্ষা ও উপযুক্ত 
শিক্ষাপ্রতিষ্ঠান কতটা অনিবার্যভাবে দরকার। তাই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান তথা শিক্ষার ক্ষেত্রে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমার 
নির্বাচনী অঞ্চলকে একটি যথার্থ আধুনিক শিক্ষা জোন (Zone) হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার করেছি। এলাকাবাসিকে নিয়ে
আমার শিক্ষা পরিকল্পনা অনুসারে ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ "ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ)" কে একটি আধুনিক
ও গৌরবোজ্জ্বল ধারার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছি।সে কারনেই এ প্রতিষ্ঠান বাংলাদেশের অন্যতম মর্যাদাবান শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
মানুষ গড়ার এই কারখানায় প্রতিনিয়ত জ্ঞানের আলো প্রসারের অবিরত সাধনায় আলোকিত মানুষ গড়ার মহান দায়িত্ব নিয়ে এই
প্রতিষ্ঠানটি সুদীর্ঘ পথ অতিক্রম করে এসেছে। প্রতিষ্ঠানে ছেলে-মেয়ে পাঠানোর উদ্দেশ্য শুধু তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করা নয়,
প্রকৃত মানুষরূপে গড়ে তেলা। তাই প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে উন্নত ও আদর্শ পরিবেশ সৃষ্টি করা।যা শিক্ষার্থীদের 
নিরন্তর জ্ঞান-সাধনায় উৎসাহিত ও অনুপ্রানিত করবে।২০০৯সাল হতে ২টি ৪ তলা ,২ টি ২ তলা ও ১ টি ১ তলা ভবন তৈরী
করা হয়েছে।আমার আমলেই SSC ও HSC পরীক্ষার কেন্দ্র ও কলেজ পাঠদান অনুমতি সহ এমপিও ভুক্ত করা হয়েছে।লেখা পড়ার মান
রূপগঞ্জ তথা নারায়নগঞ্জের সেরা অবস্থানে পৌছেছে ।২০২৩ সালেও ৭৪ জন A+ ও ২৭৮ জন A সহ ৯৮ % পাশ করেছে।
বর্তমানে কলেজ ভবন ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ৫ – তলা বিশিষ্ট আধুনিক কলেজ ভবন , ইলেক্ট্রনিক বোর্ড ,
যাবতীয় শিক্ষা উপকরণ ও ২৫ থেকে ৩০ টি আধুনিক কম্পিউটারের সমন্বয়ে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।
এই সবকিছুর উদ্দেশ্য
হলো "ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ) একটি দেশ সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা
আমি কাজ করে যাচ্ছি,এ কাজে আপনাদের
আন্তরিক অংশগ্রহণ  সহযোগিতা চেয়ে আল্লাহ তায়ালার নিকট অত্র প্রতিষ্ঠানের 
উত্তরোত্তর সাফল্য কামনা করছি আমিন